বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়ন জমা দিলেন হিরো আলম

By নিজস্ব সংবাদদাতা, বগুড়া
30 November 2023, 12:03 PM

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ বৃহস্পতিবার হিরো আলম নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ বিকেল পৌনে ৪টার দিকে তার পক্ষে সমর্থকরা বগুড়া ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দেন।'

হিরো আলম জানান, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস জোটের হয়ে ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

তিনি আরও জানান, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি বগুড়ায় উপস্থিত না থাকলেও মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন তিনি উপস্থিত থাকবেন।