খন্দকার মোশাররফকে সিসিইউতে স্থানান্তর

By স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার মোশাররফকে গত শনিবার সিসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতালে এই বিএনপি নেতার ছোট ছেলে ডা. মারুফ খন্দকার আছেন বলেও জানান তিনি।

গত ৫ ডিসেম্বর খন্দকার মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনে টিউমার ধরা পড়ে গত জুলাইয়ে। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসা নেন।