নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

By স্টার অনলাইন রিপোর্ট
25 June 2024, 12:08 PM
UPDATED 25 June 2024, 18:14 PM

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে ২টি ককটেল বিস্ফোরণ হয়।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (মতিঝিল) আবুল হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ককটেল বিস্ফোরণের ঘটনার পরপর খবর পেয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদল-যুবদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ কর্মকর্তা আবুল হাসান বলেন, 'ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এতে কেউ আহত হয়নি বলে জানতে পেরেছি।'

'এ বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।