নয়াপল্টনে বিএনপি সমাবেশ শুরু

By স্টার অনলাইন রিপোর্ট
17 September 2024, 07:18 AM
UPDATED 17 September 2024, 16:21 PM

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।  দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশে যোগ দিতে আজ দুপুর থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের দিয়ে সমাবেশস্থল পূর্ণ হয়ে যায়। হাজার হাজার নেতাকর্মীকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন তারা। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড ও পোস্টার দেখা গেছে।

'আন্তর্জাতিক গণতন্ত্র দিবস' উপলক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী এই সমাবেশ করছে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ নেতারা।