চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন: ডা. জাহিদ

By স্টার অনলাইন রিপোর্ট
18 September 2024, 16:15 PM

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে মেডিকেল বোর্ড সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন।

আজ বুধবার রাতে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে গুলশানের বাসায় আনার পর এক ব্রিফিংয়ে ডা. জাহিদ এ কথা জানান।

তিনি বলেন, 'আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। এমনকি কোন হাসপাতালে তাকে নেওয়া হবে তাও ঠিক করা হয়ে গেছে।'

'আমরা দুটি হাসপাতাল ঠিক করেছি একটি যুক্তরাষ্ট্রে এবং আরেকটি যুক্তরাজ্যে। দুই হাসপাতালের কনসালট্যান্টদের সঙ্গে আলাপ চূড়ান্ত হয়েছে,' বলেন তিনি।

ডা. জাহিদ আরও বলেন, 'চেয়ারপারসনকে কীভাবে বিদেশে নেওয়া হবে, তাও ঠিক করা হয়েছে। আইনগত যে জটিলতা আছে, সেটা নিয়ে বর্তমান সরকারের সঙ্গেও কথা বলেছি।'

'এখন শুধু উনার শারীরিক সুস্থতার ওপর নির্ভর করবে নিয়ে যাওয়া। যখন তিনি উড়োজাহাজে থাকেন, বিশেষ করে টেকঅফ ও ল্যান্ডিংয়ের সময় তার হার্টের সমস্যা, লিভারের সমস্যা এবং কিডনির জটিলতাগুলো আছে, সবকিছু মিলিয়ে চিকিৎসকরা এখনো মনে করছেন যে ১২-১৩ ঘণ্টা জার্নি তিনি করতে পারবেন কিনা,' বলেন এই চিকিৎসক।