মার্কিন দূতাবাসে ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

By স্টার অনলাইন রিপোর্ট
27 November 2024, 10:44 AM
UPDATED 27 November 2024, 16:53 PM

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য মার্কিন দূতাবাসে আঙুলের ছাপ দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন। পরে বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি বাসায় ফেরেন।

বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, বিশেষায়িত চিকিৎসার জন্য ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা। সেখান থেকে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বা জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন।

লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন খালেদা জিয়া।