গণমানুষের সঙ্গে রাস্তায় ইফতার করবেন নাহিদ ও আখতাররা

By স্টার অনলাইন রিপোর্ট
6 March 2025, 09:46 AM

দলমত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিকসহ গণমানুষের সঙ্গে রাস্তায় বসে একসঙ্গে ইফতারের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

আজ বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, পবিত্র রমজান মাসজুড়ে এ আয়োজন চলবে। আজ রাজধানীর বাংলামোটরে ইস্কাটন গার্ডেন রোডে (নেভি গলি) ইফতারে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ সদস্যরা।