খালেদা জিয়া ফেনী থেকে নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু

By সংবাদদাতা, ফেনী
30 July 2025, 13:36 PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী থেকে প্রার্থী হবেন বলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন।

আজ বুধবার সকালে ফেনী জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

আবদুল আউয়াল মিন্টু বলেন, '২০০৯ সালে যে নির্বাচন হয়েছিল সেটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না। মূলত ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না।'

'একটা দেশে যদি দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তাহলে কোনোভাবে মানুষের অর্থনৈতিক বা মানুষের জীবন মানের উন্নয়ন হবে না। নির্বাচিত সরকার জনগনের কাছে দায়বদ্ধ থাকে,' বলেন তিনি।

মিন্টু আরও বলেন, 'সরকার যদি জনগনের কাছে দায়বদ্ধ না থাকে, তারা তো কোনোদিন ভালো কাজ করবে না। এজন্যই আমরা চাচ্ছি নির্বাচনটি দ্রুত হোক।'

তিনি আরও বলেন, 'কেউ কেউ বলছে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি। এটা সঠিক নয়। আমরা ২০০৬ সাল থেকেই নির্বাচন দাবি করেই আসছি।'

আবদুল আউয়াল মিন্টু বলেন, 'লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর রাষ্ট্রীয়ভাবে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই আলোকে আমরা বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। কিন্তু আমি মনে করি, এখন দেশের যে অবস্থা নির্বাচন ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে।'

'যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, আশা করি আমাদের দলের নেত্রী (খালেদা জিয়া) ফেনী থেকে নির্বাচনে অংশ নেবেন। আশা করি তিনি বিজয়ী হবেন,' বলেন তিনি।