কক্সবাজারে যাওয়া ৫ নেতাকে শোকজ এনসিপির

By স্টার অনলাইন রিপোর্ট
6 August 2025, 09:48 AM
UPDATED 6 August 2025, 16:43 PM

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শোকজ প্রাপ্ত নেতারা হলেন—দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচটি নোটিশেই অভিন্ন ভাষায় লেখা হয়েছে, 'গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা 'রাজনৈতিক পর্ষদ' এর নিকট পূর্বে অবগত করা হয়নি।'

এই পরিস্থিতিতে কেন এবং কোন প্রেক্ষাপটে এই সফর করা হয়েছে, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের গোপন বৈঠকের গুঞ্জন ছড়ালে দ্য ডেইলি স্টারকে তা নাকচ করে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

গতকাল তিনি বলেন, 'আমরা কক্সবাজারে এসেছি, তবে কোনো মিটিংয়ের জন্য নয়, ব্যক্তিগত কাজে এসেছি। পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জনকে 'মিডিয়া প্রোপাগান্ডা' হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, 'পিটার হাস দেশেই নেই শুনছি।'

এদিকে, এনসিপি নেতাদের কক্সবাজারে যাওয়াকে 'নির্বাচনবিরোধী ষড়যন্ত্র' উল্লেখ করে বিকেলে সি পার্ল হোটেলের সামনে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।