একটি দলের চাপে জুলাই সনদের ‘টেক্সট’ পরিবর্তন করা হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের

By স্টার অনলাইন রিপোর্ট
2 November 2025, 09:34 AM
UPDATED 2 November 2025, 16:41 PM

'জুলাই সনদে' সই করার দিন এর টেক্সট অনেকখানি পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোকে সনদের যে খসড়া দেখানো হয়েছিল, সই করার সময় টেক্সট পরিবর্তন করা হয়। কোনো একটি দলের চাপে বারবার ভাষ্য পরিবর্তন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ রোববার ঢাকায় রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি আরও দাবি করেন, জুলাই সনদ অবশ্যই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। রাষ্ট্রপতির জারি করা সনদের কোনো আইনি বা রাজনৈতিক ভিত্তি থাকবে না।

নাহিদ ইসলাম বলেন, 'ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোকে একটা দেখানো হয়েছিল, একটা বলা হয়েছিল, কিন্তু ঘোষণাপত্রের টেক্সট পরিবর্তন করে দেওয়া হয়েছে। এমনকি সনদেও এটা করা হয়েছে।' তিনি অভিযোগ করেন, সই করার দিনের মাত্র দুই-তিন দিন আগে দলগুলোকে সনদের যে খসড়া কপি দেওয়া হয়েছিল, চূড়ান্ত স্বাক্ষরের সময় সেই ভাষ্য বদলে দেওয়া হয়। তার কথায়, 'নোট অব ডিসেন্টসহ (ভিন্নমত) অনেক বিষয় তৎক্ষণাৎ সেখানে যুক্ত করা হয়, যা আগের খসড়ায় আমাদের কাছে ছিল না। সরকার কোনো একটা দলের চাপে এটা বার বার করে।'

জুলাই সনদ কে জারি করবেন, সে বিষয়ে নাহিদ ইসলাম বলেন, 'জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। এই সনদ যদি 'তথাকথিত প্রেসিডেন্টের অফিস থেকে জারি হয়, তাহলে এর কোনো আইনি ও রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। বরং এটি হবে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। এ ধরনের আদেশ জারির কোনো সাংবিধানিক বৈধতা রাষ্ট্রপতির নেই।'

নাহিদ ইসলাম বলেন, 'জনগণের কাছে স্পষ্ট থাকতে হবে, তারা কিসের পক্ষে ও বিপক্ষে ভোট দিচ্ছে।' তিনি আরও বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক অনৈক্য ও দ্বন্দ্ব তত বাড়বে। তবে আওয়ামী লীগ প্রশ্নে, দেশের সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদবিরোধিতার প্রশ্নে দলগুলোর মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্য এখনো আছে বলে তিনি বিশ্বাস করেন।