খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী

By স্টার অনলাইন রিপোর্ট
30 November 2025, 09:35 AM

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, 'আজ সর্বশেষ যতটুকু শুনেছি, খালেদা জিয়ার শারিরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার বিদেশে যাওয়ার ব্যাপারে এখনো কোনো পরামর্শ দেননি চিকিৎসকরা।'

চিকিৎসকদের বরাতে তিনি বলেন, 'তার (খালেদা জিয়ার) অবস্থার অবনতি হয়নি। খুব  একটা উন্নতি হয়েছে এমন খবরও পাইনি।'

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেছেন, 'উপযুক্ত সময়ের মধ্যে তিনি দেশে ফিরবেন। আমাদের কাছে কোনো আপডেট নেই। যখন উপযুক্ত সময় হবে তখন তিনি দেশে ফিরে আসবেন।' 

তিনি আরও বলেন, 'তারেক রহমান তার মায়ের শারিরীক অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন।'

'প্রতিনিয়ত তিনি দায়িত্বশীল চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য...তার শারিরীক অবস্থার ব্যাপারে... কখন কী হবে এসব নিয়ে চিন্তা করছেন,' বলেন রিজভী।

এর আগে, গতকাল রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে তার শারীরিক অবস্থা এখনই বিদেশে নিয়ে যাওয়ার উপযোগী হয়নি।

চিকিৎসকদের পরামর্শ পেলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রী গত কয়েক মাস ধরে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন। তার হার্টের সমস্যা ছিল। হার্টে স্থায়ীভাবে পেসমেকার আছে এবং এর আগে স্ট্যান্টিং করা হয়েছিল। তিনি মাইট্রাল স্টেনোসিসে ভুগছেন।

একইসঙ্গে হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় খালেদা জিয়াকে সেদিন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।

এদিকে, খালেদা জিয়ার বর্তমান শারিরীক পরিস্থিতি বিবেচনা করে বিজয়ের মাস উপলক্ষ্যে বিএনপির ঘোষিত ১-১৬ ডিসেম্বর পর্যন্ত 'মশাল রোড শো কর্মসূচি স্থগিত করেছে দলটি।