খুলনায় এনসিপি নেতাকে গুলি

By স্টার অনলাইন রিপোর্ট
22 December 2025, 07:36 AM
UPDATED 22 December 2025, 13:54 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনা ঘটেছে।

আজ সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খুলনায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করা হলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, চিকিৎসক জানিয়েছেন, এই ব্যক্তি আশঙ্কামুক্ত। তার কানের এক পাশে গুলি ঢুকে চামড়া ভেদ করে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে।