স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, কয়েক স্তরের নিরাপত্তা

By নিজস্ব সংবাদদাতা, সাভার
26 December 2025, 08:18 AM
UPDATED 26 December 2025, 15:06 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার দুপুরের পর মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

তার যাওয়াকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঢেকে ফেলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে। র‍্যাব ও পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরাও।

এ ছাড়া সকাল থেকে স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল ৯টা পর্যন্ত সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়। এরপর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

জাতীয় স্মৃতিসৌধের গেট ও সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন র‍্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

স্মৃতিসৌধের সামনে ভিড় করতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই মুহুর্তে তারা স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান করছেন।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় এক হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পশাপাশি র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, সকাল থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণ ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। তারেক রহমান ফিরে যাওয়ার পর স্মৃতিসৌধ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।