মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

By স্টার অনলাইন রিপোর্ট
27 December 2025, 18:51 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে গেছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, হাসপাতালে কিছু সময় কাটানোর পর তাদের গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। একইসঙ্গে ফিরেছেন তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় এক মাস ধরে বেসরকারি এই হাসপাতালে চিকিৎসাধীন।