রামপুরায় পুলিশ বক্স ও অন্তত ১২ মোটরসাইকেলে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
18 July 2024, 06:49 AM
UPDATED 18 July 2024, 13:03 PM

রাজধানীর রামপুরায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, এ সময় ওই এলাকায় ১০-১২টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে রাস্তায় নেমে আসে। পুলিশ তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়।

পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে পুলিশ সদস্যদের ধাওয়া দেন।

তাদের মধ্যে চলমান এই সংঘর্ষ পরবর্তীতে ছড়িয়ে পরে রামপুরা ব্রিজ পর্যন্ত। সেখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন।

পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে এবং তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

সংঘর্ষে পুলিশের টিয়ারশেলের জবাবে ইট-পাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা।