গাজা দখল হবে ইসরায়েলের ‘বড় ভুল’: বাইডেন

By স্টার অনলাইন ডেস্ক
16 October 2023, 02:54 AM
UPDATED 16 October 2023, 18:32 PM

ইসরায়েল আবারও গাজা উপত্যকা দখলের চেষ্টা করলে তা 'বড় ভুল' হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ সোমবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাদের গাজায় স্থল হামলার প্রস্তুতির মুখে গতকাল সিবিএস নিউজকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

সিবিএস নিউজের সিক্সটি মিনিট অনুষ্ঠানে বাইডেনকে প্রশ্ন করা হয়—আমেরিকার মিত্র যদি গাজা দখল করে তাহলে আপনি সমর্থন দেবেন কি? জবাবে তিনি বলেন, 'আমি মনে করি, এটা বড় ভুল হবে।'

তিনি আরও বলেন, 'হামাস সব ফিলিস্তিনির প্রতিনিধিত্ব করে না। তবে সেখানে অভিযান চালিয়ে চরমপন্থিদের বের করে দেওয়া জরুরি।'

মার্কিন প্রেসিডেন্ট হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার পক্ষে মত দিয়ে বলেন, 'এ কাজে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে প্রয়োজন। একটি ফিলিস্তিন রাষ্ট্রের দিক নির্দেশনা প্রয়োজন।'

তিনি দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন।

গাজা অভিযানে মার্কিন সেনারা অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'আমি মনে করি এর প্রয়োজন নেই। ইসরায়েলের সুদক্ষ সেনাবাহিনী আছে। তাদের যা যা প্রয়োজন আমরা তা দিয়ে সহায়তা করবো।'

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র দেশটির সমর্থনে ইতোমধ্যে দুইটি রণতরী পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করেছে।