রাফাহ সীমান্ত: গাজায় উদ্বাস্তু ১০ লাখ, ত্রাণ যাবে ২০ ট্রাক

By স্টার অনলাইন ডেস্ক
19 October 2023, 05:23 AM
UPDATED 19 October 2023, 11:43 AM

খাদ্য বিদ্যুৎ পানি এবং জ্বালানিবিহীন গাজা। ইসরায়েলি বোমায় বিধ্বস্ত জনপদ। কমপক্ষে ১০ লাখ উদ্বাস্তু। তাদের জন্যে এখন পাঠানো হবে মাত্র ২০ ট্রাক ত্রাণ।

মিশর-গাজা সীমান্ত রাফাহ ক্রসিংয়ে একদিকে ত্রাণবাহী ট্রাক আরেকদিকে হাজারো মানুষ অপেক্ষায়। আপাতত শুধু ২০টি ত্রাণবাহী ট্রাককে সীমান্ত পেরিয়ে গাজায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।

রাফাহ সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট  আবদেল ফাত্তাহ আল-সিসি। প্রাথমিক ভাবে সর্বোচ্চ ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় যেতে পারবে। যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

ইসরায়েল সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্থতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাইডেন জানান, শুক্রবার থেকে ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে পারবে।

Rohingya
রাফাহ সীমান্ত দিয়ে মিশরে প্রবেশের জন্য ওঅপেক্ষা করছেন ফিলিস্তিনিরা। ছবি: এএফপি

রাফাহ সীমান্ত দিয়ে গাজা থেকে কোনো মানুষ মিশরে যাওয়ার অনুমতি পাবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এ বিষয়ে বাইডেনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, 'আমরা মানুষদেরকেও বের করে আনবো। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারছি না।'

ইসরায়েলের স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) সীমান্তের গাজা অংশে অসংখ্য মানুষ ও মিশর অংশে বেশ কিছু ত্রাণসামগ্রী বহনকারী ট্রাককে অপেক্ষা করতে দেখেন বিবিসির সাংবাদিকরা। উভয় পক্ষই অধীর আগ্রহে সীমান্ত খোলার অপেক্ষায় আছে।