ইসরায়েলি জিম্মিদের আগে থাইল্যান্ডের ১২ শ্রমিককে মুক্তি দিলো হামাস

By স্টার অনলাইন ডেস্ক
24 November 2023, 14:46 PM
UPDATED 24 November 2023, 21:06 PM

ইসরায়েল-হামাস চার দিনের যুদ্ধবিরতি চুক্তির ফলে আজ ১৩ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। তবে তার আগে হামাস থাইল্যান্ডের ১২ শ্রমিককে মুক্তি দিয়েছে।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

পোস্টে তিনি বলেন, 'গাজায় আটক ১২ থাই শ্রমিককে হামাস মুক্তি দিয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি।'

এখন পর্যন্ত প্রথম ধাপের ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়নি হামাস। ইসরায়েলও তাদের কারাগারে থাকা কোনো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়নি।

তবে এএফপির ছবির বরাত দিয়ে আল-জাজিরা বলছে, ইসরায়েলি সেনাবাহিনীকে দালিয়াত আল-কারমেলের দামুন কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের পশ্চিম তীরের ওফার কারাগারে স্থানান্তর করতে দেখা গেছে।

চুক্তি অনুযায়ী আজ ইসরায়েলের ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।