অপেক্ষা শেষে মেঘের ডানায় ভ্রমণ!
কিছুটা অপেক্ষার পর প্রকাশিত হয়েছে ইমরানের নতুন গানের মিউজিক ভিডিও ‘মেঘের ডানা’। গত ১৮ অক্টোবর গানটি প্রকাশের কথা থাকলেও কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর আকস্মিক প্রয়াণে গানটি প্রকাশ করেনি এর প্রযোজনা প্রতিষ্ঠান।
অবশেষে ২৩ অক্টোবর প্রকাশিত হওয়ায় দুদিনের মধ্যেই তা শ্রোতাদের পছন্দের তালিকায় উঠে আসে। আজ (২৫ অক্টোবর) গানটির ভিউ হয়েছে চার লাখ ১৮ হাজারের বেশি।
‘মেঘের ডানা’ গানটির কথা ও সুর সৈয়দ নাফিসের। সংগীতায়োজনে আর সঙ্গে রয়েছেন শুভ্র রাহা। ইমরানের সঙ্গে দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন ভারতের মধুবন্তী বাগচি এবং গানটির ভিডিও পরিচালনা করেছেন সুশভন দাস। এতে মডেল হিসেবে রয়েছে ভারতীয় অভিনেত্রী দর্শনা বনিক।
ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাদের ‘মেঘের ডানা’ গানটিতে প্রেমের চিরচেনা ও চিরসবুজ অনুভূতির ছোঁয়া খুঁজে পাচ্ছেন দর্শক-শ্রোতারা। বাংলাদেশের কোনও গানে প্রথম মডেল হলেন ভারতের অভিনেত্রী দর্শনা। আমার মনে হয়, গানটির সঙ্গে মিউজিক ভিডিওটিও ভালো লাগছে সবার।”
ইউটিউবে গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। পাশাপাশি গানটি শোনা যাচ্ছে জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।