নতুন খবরে ফারিয়া

By স্টার অনলাইন রিপোর্ট
23 November 2018, 06:56 AM
UPDATED 26 November 2018, 11:37 AM

বছরের শেষ দিকে এসে নতুন খবর দিলেন নায়িকা নুসরাত ফারিয়া। কলকাতার একটি শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘ডি ফর ড্যান্স’ নামে একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

আগামী ডিসেম্বরের শেষ দিকে ‘ডি ফর ড্যান্স’-এর কাজ শুরু করবেন ‘প্রেমী ও প্রেমী’-খ্যাত এই অভিনেত্রী। নতুন চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অঙ্কুশ। এটি পরিচালনা করবেন বাবা যাদব।

এর আগে ‘আশিকী’ নামের একটি ছবিতে অঙ্কুশের সঙ্গে কাজ করেছিলেন নুসরাত ফারিয়া। তিনি বর্তমানে শামীম আহমেদ রনী পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিতে কাজ করছেন । এখানে তার বিপরীতে প্রথম অভিনয় করছেন শাকিব খান।

নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শাকিব খান শুধু একজন বড় তারকাই নন, তিনি অনেক হেল্পফুল একজন মানুষ। তার সঙ্গে খুবই স্বাচ্ছন্দ্যে কাজ করছি। এর আগে এ ছবির গানের শুটিং থাইল্যান্ডে হয়েছে। সেখানেও তিনি অনেক সহযোগিতা করেছিলেন।”

আরও পড়ুন:

শাহেনশাহ-র সঙ্গে প্রথম দেখা লায়লার