‘বিএনপি করার জন্য অনেক ত্যাগ-কষ্ট মেনে নিয়েছি’

By স্টার অনলাইন রিপোর্ট
28 November 2018, 09:27 AM
UPDATED 9 December 2018, 20:06 PM

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী মনির খান। মনোনয়ন টিকিট হাতে পেয়ে বর্তমানে নিজ এলাকায় রয়েছেন এই কণ্ঠশিল্পী।

মনির খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দীর্ঘদিন ধরেই বিএনপির হয়ে কাজ করে যাচ্ছি। বিএনপি করার জন্য অনেক ত্যাগ ও কষ্ট মেনে নিয়েছি। এবার দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে। এখন আমার শুধু বিজয়ের জন্য অপেক্ষা করার পালা।”

কণ্ঠশিল্পী মনির খান ছাড়াও বিএনপির মনোনয়ন পেয়েছেন আরও কয়েকজন তারকা।

সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বেবী নাজনীন।

এছাড়াও,  সিলেট-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক হেলাল খান।