‘আসলে তিনি কি ক্রিমিনাল, নাকি ভিকটিম?’

জাহিদ আকবর
জাহিদ আকবর
30 November 2018, 07:56 AM
UPDATED 2 December 2018, 16:02 PM

৩০ নভেম্বর ‘দহন’ ছবিটি মুক্তি পেয়েছে দেশের ৪৭টি সিনেমা হলে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন সিয়াম ও পূজা চেরি।

এছাড়াও, বিকল্প উপায়ে ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দেখানো হচ্ছে ‘দহন’। সেখানে প্রতিদিন দুপুর ১২টা, ৩টা ও ৬টায়- মোট তিনটি করে শোয়ের আয়োজন করা হয়েছে।

সিয়াম ও পূজা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন- তারিক আনাম খান, জাকিয়া বারী মম ও ফজলুর রহমান বাবু।

সিয়াম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন ছবি ‘দহন’ অন্য কারও গল্প নিয়ে তৈরি হয়নি, এটি আপনার-আমার গল্প। অনেক সময় আমরা একজন মানুষকে জাজমেন্ট ছাড়াই ক্রিমিনাল বানিয়ে দিই, আমরা কী ভাবি, আসলে তিনি কি ক্রিমিনাল নাকি ভিকটিম।”

“যেহেতু আমাদের দেশের গল্প বলছি, দেশটা যেহেতু সবার, তাই আমাদের উচিত দেশের গল্পের এই ছবিটি হলে গিয়ে দেখা,” যোগ করেন তিনি।

পূজা চেরি ডেইলি স্টার অনলাইনকে বলেন, “একেবারে মৌলিক গল্পের ছবি ‘দহন’। এ ধরনের ছবি অনেকদিনই বাংলাদেশের মানুষ দেখেনি। আমাদের প্রত্যাশা ছবিটিকে সবাই নিজের করে নিবেন।”

তিনি মনে করেন, এই জুটির অভিনীত ‘পোড়ামন-২’ কেও ছড়িয়ে যাবে ‘দহন’।