ভালোবাসায় ১০ লাখ

By স্টার অনলাইন রিপোর্ট
3 December 2018, 08:46 AM
UPDATED 3 December 2018, 14:49 PM

দর্শক-শ্রোতার ভালোবাসায় দুই বছরেই ১০ লাখ সাবস্ক্রাইবারের স্পর্শ করল দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)।

২০১৭ সালে যাত্রা শুরু করা এই প্রযোজনা প্রতিষ্ঠানটি সম্প্রতি এই সাফল্যের মাইলফলক স্পর্শ করেছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ বলেন, “সবার প্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) এখন ১০ লাখ সাবস্ক্রাইবারের পরিবার। এটা আমাদের জন্য অনেক ভালো লাগার।”

আগের ধারা অব্যাহত রেখেই ডিএমএস সুস্থধারার বাংলা গানকে টিকিয়ে রাখার সংগ্রামে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।