কেনো মন খারাপ অংকনের?

By স্টার অনলাইন রিপোর্ট
7 December 2018, 06:38 AM
UPDATED 7 December 2018, 12:41 PM

কে ভালো থাকতে দিলো না অংকনকে? কেনো এতো মন খারাপ তার। সবকিছুর উত্তর খুঁজে পাওয়া যাবে তার গাওয়া প্রথম মৌলিক গান ‘ভালো থাকতে দিলি না’-র মাধ্যমে।

গানটি গতকাল (৬ ডিসেম্বর) ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। রবিউল ইসলাম জীবন-এর কথায় সুর দিয়েছেন মুহাম্মদ মিলন।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন বাপ্পা শান্তনু।

অংকন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এর আগে একাধিক গান করলেও এটাই আমার প্রথম মৌলিক গান। একজন শিল্পীর জীবনে একটি মৌলিক গান যে কত বড় সম্পদ তা শুধু শিল্পীই উপলব্ধি করতে পারেন।”

শিল্পী তার গায়কীর সবটুকু দেওয়ার চেষ্টা করেছেন উল্লেখ করে বলেন, “আশা করছি সবার ভালো লাগবে গানটি।”

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি ‘ভালো থাকতে দিলি না’ গানটি শুনতে পাবেন ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

অংকন চ্যানেল আইয়ের ‘বাংলার গান’ রিয়্যালিটির শো’তে দ্বিতীয় রানার আপ হয়েছেন।