প্রধানমন্ত্রীর প্রচারণায় সফরসঙ্গী রিয়াজ, ফেরদৌস

By স্টার অনলাইন রিপোর্ট
12 December 2018, 09:30 AM
UPDATED 12 December 2018, 15:35 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামছেন। আজ বুধবার (১২ ডিসেম্বর) যাচ্ছেন তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। দুই দিনের সফরে বেশ কয়েকটি জনসভায় অংশ নেবেন তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী।

এই প্রচারণায় অংশ নেবেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। সাধারণ মানুষদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি নৌকার জন্য ভোট চাইবেন তারা।

রিয়াজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের যে ট্রেন ছুটছে সেটাকে অব্যাহত রাখতে হবে। সেই মিশন নিয়েই কাজ করছেন উন্নয়নে বিশ্বাস রাখা দেশের প্রতিটি মানুষ। আমিও তাদের একজন হতে পেরে আনন্দিত।”

“যে সরকার শিল্পীদের জন্য অনেক কিছু করেছে সেই সরকারের জন্য আমরা কিছু করতে পারার সুযোগ পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করছি,” যোগ করেন ‘বাংলার নায়ক’ অভিনেতা।

ফেরদৌস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরে ভালো লাগছে। আমি ও রিয়াজ ভাই আছি। আগামীকাল পর্যন্ত চলবে প্রচারণা। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবো। এরপর দুদিনের মিটিং-মিছিল শেষ করে আগামীকাল ঢাকায় ফিরবো আমরা।”