‘সূর্যোদয়ে তুমি’ গানের ৩৯ বছর

By স্টার অনলাইন রিপোর্ট
16 December 2018, 10:37 AM
UPDATED 16 December 2018, 16:42 PM

সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর গাওয়া অধিকাংশ দেশাত্মবোধক গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। এর মধ্যে ‘সূর্যোদয়ে তুমি’ গানটি অন্যতম। এই গানটির বয়স এখন ৩৯ বছর।

আজ বিজয় দিবস উপলক্ষে ‘সূর্যোদয়ে তুমি’ গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন হৃদয় চৌধুরী। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটির ভিডিও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে।

‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি’ গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর ও সংগীত পরিচালনা করেন আলাউদ্দিন আলী। গানটি ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তৈরি করা হয়েছিলো।

সৈয়দ আবদুল হাদী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও দেশের মানুষের জন্য এমন একটি গান করতে পেরেছিলাম আমরা। ভালো লাগছে এই কারণে যে, বাংলাঢোলের উদ্যোগে নতুনভাবে গানটি গেয়েছি, সেটির অফিসিয়াল মিউজিক ভিডিও হয়েছে বলে।”