শাকিব খান আওয়ামী লীগের প্রচারণায়

By স্টার অনলাইন রিপোর্ট
18 December 2018, 11:07 AM
UPDATED 18 December 2018, 17:12 PM

নির্বাচনের মাঠে পাওয়া গেলো শাকিব খানকে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তার মাধ্যমে দেশের জনগণের কাছে নৌকায় ভোট চাইলেন এই নায়ক।

ভিডিওবার্তায় শাকিব খান বলেন, “সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশ-কালে। সে অন্তরময়; অন্তর মিশালেই মেলে তার অন্তরের পরিচয়”- কবিগুরুর কবিতার এ লাইনগুলো আবৃত্তি করে শাকিব বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যেই আমরা পাই আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়। দেশের প্রধানমন্ত্রী তিনি। তার আছে নিয়ম, নীতি, শৃঙ্খলা। কিন্তু, সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীত্বের চেয়েও উজ্জ্বল হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ।”

শাকিব খান আরও বলেন, “নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব রিক্ত মা-বাবাহীন রীতা-রুনাকে নিজ মেয়ের মর্যাদা দেওয়া থেকে শুরু করে দেশে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া; কিংবা অসুস্থ-অসহায় শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকদের পাশে দাঁড়ানো- কোথায় নেই তার মমতার ছায়া!”

“একজন পথশিশুকেও তিনি যে মমতায় বুকে জড়িয়ে ধরেন- তা শুধু একজন মাই পারে তার সন্তানকে জড়িয়ে ধরতে।”

“এভাবেই তিনি বাংলাদেশকে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন। আর তাই তো বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ ও পুরো পৃথিবীর মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন ‘মাদার অব হিউম্যানিটি’। তাই আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভোট দিন।”

“আর সবাই বুকে হাত রেখে অন্তর থেকে বলুন আমরা বাংলাদেশের পক্ষে।”