শুক্রবার সন্ধ্যায় দেশে আসছে আমজাদ হোসেনের মরদেহ

By স্টার অনলাইন রিপোর্ট
20 December 2018, 05:33 AM
UPDATED 20 December 2018, 11:38 AM

আগামীকাল (২১ ডিসেম্বর) ব্যাংকক থেকে দেশে আসছে নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ। প্রায় ৬৫ লাখ টাকা খরচের কারণে মরদেহ দেশে আনা নিয়ে অনিশ্চয়তায় ছিলো তার পরিবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাটলো সব অনিশ্চয়তা। আগামীকাল আমজাদ হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছানোর বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

তিনি বলেন, “১৪ ডিসেম্বর বাবা ব্যাংককের হাসপাতালে মারা যান। সেখানে তার চিকিৎসা ব্যয় প্রায় ৬৫ লাখ টাকার মতো ছিলো। যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিলো না। প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা ব্যাপারটি জানতে পেরে তিনি সব দায়িত্ব নিয়েছেন।”

“শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানে বাবাকে নিয়ে আসা হবে” যোগ করে তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী একজন শিল্পীর প্রতি যে মমতা দেখালেন তার বিপরীতে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। প্রমাণ করেছেন তিনি ১৬ কোটি মানুষের নেত্রী। দল, আদর্শের চেয়ে মানুষের সেবা, শিল্পীর সম্মান তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার পরিবার তার কাছে চিরদিন ঋণী।”

আরও পড়ুন:

বরেণ্য চিত্রনির্মাতা আমজাদ হোসেন আর নেই