মাহিয়া মাহি’র ৫ম আইটেম গান

By স্টার অনলাইন রিপোর্ট
24 December 2018, 09:16 AM
UPDATED 24 December 2018, 15:20 PM

পাঁচ নম্বর আইটেম গানে পাওয়া যাবে মাহিয়া মাহিকে। ‘অবতার’ নামের একটি ছবির ‘রঙিলা বেবি’ নামের একটি আইটেম গানে অংশ নিয়েছেন সম্প্রতি। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার।

এর আগে ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘দবির সাহেবের সংসার’ এবং ‘মনে রেখো’ ছবিগুলোর আইটেম গানে অংশ নিয়ে সাড়া ফেলেছিলেন এই অভিনেত্রী।

‘ম্যাজিক মামনি’ মাহির সবচেয়ে আলোচিত আইটেম গান।

‘অবতার’ ছবির পরিচালক মাহমুদ হাসান শিকদার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নকল কিংবা কপি-পেস্ট নয়। দেশীয়ভাবে সেরা আয়োজনে গানটি চিত্রায়িত হয়েছে। ‘রঙিলা বেবি’ আইটেম গানের কোরিওগ্রাফিও চমৎকার হয়েছে।”

মাহির অন্য আইটেম গানগুলোকে ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস পরিচালকের।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ‘অবতার’ মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান শিকদার।