আমদানি করা ছবি দিয়ে বছর শুরু

By স্টার অনলাইন রিপোর্ট
1 January 2019, 06:05 AM
UPDATED 1 January 2019, 12:08 PM

মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকাই সিনেমার একটি বছর। সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাটা বেশিই ভারী। মোট মুক্তি পাওয়া ৫৬টি চলচ্চিত্রের মধ্যে ব্যবসায়িক সাফল্য পাওয়া চলচ্চিত্র একেবারেই হাতে গোনা। দেশীয় কোনো সিনেমা নেই তাই সাফটা চুক্তিতে মুক্তি দেওয়া হচ্ছে বিদেশি ছবি।

২০১৯ সালের প্রথম সপ্তাহে আগামী ৪ জানুয়ারি মুক্তি পাবে কলকাতার ‘বিসর্জন’ সিনেমাটি। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটিতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। ছবিটি ঢাকার মধুমিতা, বলাকা, শ্যামলী, স্টার সিনেপ্লেক্স এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাবে।

ছবিটির মুক্তি বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন এর আমদানিকারক মধুমিতা মুভিজ-এর কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, “দেশি সিনেমা দিয়ে বছরটা শুরু করতে পারলে আমাদেরও ভালো লাগতো। কিন্তু ৪ জানুয়ারি মুক্তি দেওয়ার মতো কোনো ছবি তৈরি নেই। তাই ‘বিসর্জন’ ছবিটি আমদানি করে মুক্তি দিচ্ছি।”