হাবিবের ‘আনমনা মন’

By স্টার অনলাইন রিপোর্ট
3 January 2019, 08:04 AM
UPDATED 3 January 2019, 14:06 PM

বছরের প্রথম দিন প্রকাশিত হয়েছে হাবিব ওয়াহিদের নতুন গান ‘আনমনা মন’। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।

গানের কথা লিখেছেন মামুন মুজিব, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।

‘আনমনা মন’ গানের ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন নুসরাত জাহান জেরি। ভিডিওটি পরিচালনা করেছেন তারেক নিশক আজিজ।

হাবিব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “রাঙ্গামাটি গিয়েছিলাম একটা অনুষ্ঠান করতে। সেখানকার অনুষ্ঠান শেষে মনে হলো ‘আনমনা মন’ গানটির একটি ভিডিও তৈরি করা যেতে পারে। মাথার ভেতর একটি গল্প ছিলো সেটি নিয়ে এগিয়ে যেতে থাকি।”

‘আনমনা মন’ গানের যে গল্প, সেটির সঙ্গে মডেল জেরি মানিয়ে গেছেন বলে মনে করেন হাবিব। আশা করেন, গানটি শ্রোতাদের ভালো লাগবে।