শুভেচ্ছা-ভালোবাসায় আঁখি আলমগীর

By স্টার অনলাইন রিপোর্ট
7 January 2019, 10:20 AM
UPDATED 7 January 2019, 16:23 PM

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ (৭ জানুয়ারি)। তিনি স্বনামখ্যাত অভিনেতা আলমগীর এবং গীতিকবি খোশনূরের কন্যা তিনি।

আজ জন্মদিনে প্রিয় শিল্পীকে দ্য ডেইলি স্টার অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা।

এদিকে গত রাত ১২টার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আঁখি আলমগীর। তার ফেসবুকেও বইছে শুভেচ্ছা আর শুভকামনার বন্যা।

আঁখি আলমগীর শিশুশিল্পী হিসেবে ১৯৮৪ সালে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করেন। প্রথম ছবি দিয়েই তিনি জয় করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি।

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’।