নতুন বছরের প্রথম গানে আসিফ

By স্টার অনলাইন রিপোর্ট
7 January 2019, 10:26 AM
UPDATED 7 January 2019, 16:30 PM

নতুন সালের প্রথম গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন আসিফ আকবর। গানের শিরোনাম ‘চল পালাই’। গানটিতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠে রয়েছেন পাপড়ি।

মাহমুদ জুয়েলের কথা ও সুরে গানটির ভিডিও নির্মাণে আছেন সৈকত নাসির। গানটিতে মডেল হিসেবে থাকছে পায়েল মুখার্জী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন- “এই ‘চল পালাই’ গানের মাধ্যমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটি একটি তারুণ্যের প্রেমের গান। সব মিলিয়ে সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”

আগামী ১০ জানুয়ারি ধ্রুব মিউজিক স্টেশন তাদের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।