ট্রেন্ডি টোনের খোঁজ পেয়েছেন ইমরান

By স্টার অনলাইন রিপোর্ট
13 January 2019, 06:07 AM
UPDATED 13 January 2019, 12:24 PM

কণ্ঠশিল্পী ইমরান এবং চ্যানেল আই সেরাকণ্ঠ আতিয়া আনিসা’র দ্বৈতগান ‘মেঘেরই খামে’ প্রকাশিত হবে আগামী ১৭ জানুয়ারি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি বরাবরই পছন্দ করি নতুনদের সুযোগ করে দিতে। এবার নতুন গানটার জন্য ট্রেন্ডি একটা টোন খুঁজছিলাম। আনিসার টোনটা বেশ ট্রেন্ডি মনে হয়েছে। তাই তার সঙ্গে গান করেছি।”

‘মেঘেরই খামে’ গানটিকে ভালোবাসার একটি দ্বৈতগান হিসেবে উল্লেখ করে ইমরানের আশা, “ভিডিওতে গানের গল্পটি সবার ভালো লাগবে।”

ভিকি জাহেদের পরিচালনায় গানটির ভিডিও আগামী ১৭ জানুয়ারি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।