‘সিদ্ধান্ত নিয়েছি আবার বিয়ে করব’

By স্টার অনলাইন রিপোর্ট
16 January 2019, 10:29 AM
UPDATED 16 January 2019, 16:35 PM

আবার বিয়ে করছেন কণ্ঠশিল্পী সালমা। গতকাল (১৫ জানুয়ারি) নিজের জন্মদিনে এমন খবর দিয়েছেন তিনি।

পারিবারিক কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে এই কণ্ঠশিল্পী জানান যে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে রয়েছে।

সালমা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শিগগিরই বিয়ে করবো। একেবারেই পারিবারিকভাবে পাত্র দেখা হচ্ছে আমার জন্যে। এমন পাত্র চাই যিনি আমার পেশাকে সম্মান করবেন, আমার কাজে উৎসাহ দেবেন। অনেক ভেবেচিন্তেই এবার সিদ্ধান্ত নেবো।”

তিনি আরও বলেন, “শিবলীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো। বিচ্ছেদের কিছুদিন পর নতুন জীবন শুরু করেছেন তিনি। আর পুরো সময়টা আমি একাই চলেছি। আমার পরিবারের সবাই চান যে আমি নতুন করে জীবন শুরু করি। তাই সিদ্ধান্ত নিয়েছি আবার বিয়ে করব।”