৭৮তম জন্মদিনে ‘রাজাধিরাজ রাজ্জাক’

By স্টার অনলাইন রিপোর্ট
23 January 2019, 04:52 AM
UPDATED 23 January 2019, 10:54 AM

নায়করাজ রাজ্জাকের ৭৮তম জন্মদিন আজ ২৩ জানুয়ারি। কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে শাইখ সিরাজের পরিচালনায় রাজ্জাককে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’।

রাজ্জাকের জীবন ও ক্যারিয়ারের নানা গল্প বলা হয়েছে ৯০ মিনিট ব্যাপ্তির জীবনীভিত্তিক তথ্যচিত্রে।

এছাড়াও, রাজ্জাকের সাক্ষাৎকারের পাশাপাশি কলকাতায় বেড়ে ওঠা, সেখানের নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ এবং সিনেমার গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে। তাঁকে নিয়ে কথা বলেছেন অভিনয়জীবনের সহশিল্পী কবরী, ববিতা প্রমুখ।

এটি প্রচারিত হবে বিকাল ৫টা ২০ মিনিটে।

উল্লেখ্য, ২০১৭ এর ২১ আগস্ট ৭৫ বছর বয়সে মারা যান ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা।