জিআই পণ্যের নিবন্ধন পেলো চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম

By স্টার অনলাইন রিপোর্ট
27 January 2019, 09:37 AM
UPDATED 27 January 2019, 15:45 PM

জামদানি শাড়ি ও ইলিশ মাছের পর এবার চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম (হিমসাগর নামে পরিচিত) ভৌগোলিক নির্দেশক বা জিআই (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্যের স্বীকৃতি পেয়েছে।

আজ (২৭ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক মদন গোপাল সাহার হাতে এই স্বীকৃতির সনদপত্র তুলে দেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর পক্ষে মদন গোপাল এই সনদপত্র গ্রহণ করেন।

এর ফলে খিরসাপাতি আম ভৌগলিকভাবে বাংলাদেশের পণ্য হিসেবে গণ্য হলো।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের পক্ষে বারি খিরসাপাতি আমের জিআই নিবন্ধন পেতে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের কাছে আবেদন করে।

এরইমধ্যে, দেশীয় আমের আরও দুইটি জাত ‘আশ্বিনা’ ও ‘ল্যাংড়া’-এর জন্য জিআই নিবন্ধন পাওয়ার আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী।