ফেসবুক থেকে বিদায়

By স্টার অনলাইন রিপোর্ট
28 January 2019, 10:07 AM
UPDATED 28 January 2019, 16:09 PM

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে বিদায় জানিয়েছেন কণ্ঠশিল্পী ন্যান্সি। তার মতে, ফেসবুকের কারণে ব্যক্তিগত বিষয়গুলো আর ব্যক্তিগত থাকছে না। সব পাবলিক হয়ে যাচ্ছে। এর উপর মানুষের আজে-বাজে মন্তব্য আসছে।

এসব তাকে মানসিকভাবে বিব্রত করছে উল্লেখ করে তিনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “পাশাপাশি আমার মেয়েরা এখন বড় হচ্ছে। তাদের সুষ্ঠুভাবে বেড়ে উঠার পরিবেশ তৈরি করে দেওয়াটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।”

ন্যান্সির মন্তব্য, “ফেসবুকে আমার অসংখ্য ফেক আইডি রয়েছে। যেগুলোর জন্য বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। দেখা যায় অনেকে সেই ফেক আইডির সঙ্গে কথা বলে মনে করেন আমার সঙ্গে কথা বলেছেন। বিষয়গুলোতে বেশ বিব্রত করে আমাকে।”

উল্লেখ্য, ২০১১ সালের ‘প্রজাপতি’ ছবির ‘দু’দিকে বসবাস’ গানটিতে কণ্ঠ দিয়ে জাতীয় পুরস্কার লাভ করেন এই সংগীতশিল্পী।