মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ঐশী ‘দোতারা’ গানের মডেল

By স্টার অনলাইন রিপোর্ট
1 February 2019, 06:31 AM
UPDATED 1 February 2019, 12:35 PM

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাতুল ফেরদৌস ঐশী একটি মিউজিক ভিডিওর মডেল হচ্ছেন। তার সহশিল্পী হিসেবে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গাওয়া ‘দোতারা’ শিরোনামের এই গানটিতে মডেল হচ্ছেন তারা দুজন। আগামী বৈশাখে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হবে।

শ্রাবণ সাব্বিরের লেখা ‘দোতারা’ গানটির সুর করেছেন বিবেক এবং ভিডিওটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।