শাকিব খানের জিমে থাকার রহস্য

By স্টার অনলাইন রিপোর্ট
7 February 2019, 05:04 AM
UPDATED 7 February 2019, 11:06 AM

মালেক আফসারী পরিচালিত ‘ফাইটার’ ছবিতে অভিনয় করবেন শাকিব খান। তাই তিনি এখন ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সঠিকভাবে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য বেশির ভাগ সময় জিমেই কাটাচ্ছেন ঢাকাই ছবির এই শীর্ষ অভিনেতা।

ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন শবনম বুবলী।

পরিচালক মালেক আফসারী দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “সুপারস্টার জুটির নতুন ছবির নাম ‘ফাইটার’। এতে অ্যাকশন হিরো হিসেবে দেখা মিলবে শাকিব খানের।”

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে উল্লেখ করে তিনি আরও বলেন, “প্রতিদিন ছবির কাজ চলছে। দিনে ফিল্ড ওয়ার্ক আর রাতে টেবিল ওয়ার্ক চলছে। পেপার ওয়ার্ক শেষ হয়েছে।”

ছবিটির কাহিনী সংলাপ রচনা করেছে আবদুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করবেন সম্রাট।