লিজার প্রাণের মধ্যে কে?

By স্টার অনলাইন রিপোর্ট
1 March 2019, 04:39 AM
UPDATED 1 March 2019, 10:45 AM

সানিয়া সুলতানা লিজা গানের সুরে সুরে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। এরইমধ্যে বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার আরেকটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি।

‘প্রাণ জুড়ে রেখেছি তোমায়’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন আরিফিন রুমী। গানটির মিউজিক ভিডিও গতকাল (২৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউবে চ্যানেলে সানিয়া লিজা’য়। ভিডিওটি পরিচালনা করেছেন আবিদ হাসান।

লিজা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ইচ্ছে ছিলো ‘প্রাণ জুড়ে রেখেছি তোমায়’ গানটি ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো। কিন্তু, পরিকল্পনা অনুযায়ী গানটি সময় মতো প্রকাশ করতে পারেনি। তারপরে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বেশ শোকাহত ছিলাম। তাই আবার কয়েকটা দিন দেরি করে প্রকাশ করেছি।”