হাবিবের চ্যানেলে লিজার গান

By স্টার অনলাইন রিপোর্ট
12 March 2019, 08:01 AM
UPDATED 12 March 2019, 14:04 PM

হাবিব ওয়াহিদ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন। সেই ধারাবাহিকতায় তিনি এবার লিজার সঙ্গে ‘এক যমুনা’ শিরোনামে নতুন একটি গান করেছেন। এর আগে হাবিব ওয়াহিদের জিঙ্গেলে কণ্ঠ দিলেও প্রথমবারের মতো গান করলেন লিজা।

গানটির কথা লিখেছেন ফৌজিয়া সুলতানা পলি এবং সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ।

লিজা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই নতুন ‘এক যমুনা’ গানটা করতে গিয়ে অনেক দারুণ অভিজ্ঞতা হয়েছে। হাবিব ভাইয়ের সঙ্গে গানটা করার সময় অনেক ভালো সময় কেটেছে।

অনেক যত্ন করে ভয়েজ দেওয়ার কাজটা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এর আগে তার জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি। তবে এবারই প্রথম গান গাইলাম। গানটি সবার পছন্দ হবে আশা রাখি।”

হাবিব’স মিউজিক লাউঞ্জ ইউটিউব চ্যানেলে আগামী ১৩ মার্চ গানটি প্রকাশিত হবে।