দারিদ্রের মধ্যে বেড়ে উঠে সাফল্যের চূড়ায়

By স্টার অনলাইন রিপোর্ট
18 March 2019, 10:24 AM
UPDATED 18 March 2019, 16:31 PM

আগামীকাল (১৯ মার্চ) এটিএন বাংলায় প্রচার শুরু হবে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চীনা ধারাবাহিক নাটক ‘পালক আকাশে উড়ে’।
প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিকটি প্রচার করা হবে। জেড জে টিভিতে প্রচারিত হওয়া এই সিরিয়ালটি ২০০৭ সালে সায়হাই চলচ্চিত্র উৎসবে সেরা ধারাবাহিকের পুরস্কার অর্জন করে।
জনপ্রিয় এই সিরিয়ালটি ডাবিং করা হয়েছে বাংলায়।
নাটকের গল্প আবর্তিত হয়েছে একজন সফল ব্যবসায়ীকে ঘিরে। চরম দরিদ্রতার মধ্যে বেড়ে ওঠা এই ছেলেটিই এক সময় সাফল্যের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চেন চিয়াং হো এবং লো ইউজু।