সৃজিতের প্রযোজনায় মিথিলা

By স্টার অনলাইন রিপোর্ট
18 March 2019, 10:39 AM
UPDATED 18 March 2019, 18:48 PM

কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রযোজনায় একটি মিউজিক ভিডিওতে কাজ করছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। এটি পরিচালনায় রয়েছেন একলব্য চৌধুরী।

বাংলাদেশের অপর শিল্পী অর্ণবের গানের ভিডিওতে দেখা যাবে তাকে।

পশ্চিমবঙ্গের রায়চকে গানটির শুটিং হয়েছে। এতে কলকাতার ইন্দ্রাশিস রায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যাবে। সম্পর্কে মিথিলা এবং অর্ণব মামাতো ভাই-বোন।

অর্ণবের কোন গানটি শুটিং করছেন এই বিষয়ে কিছু জানা যায়নি। তবে গানটির শুটিং হয়েছে সে বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন একাধিক সূত্র।