‘জোছনাময়ীর সঙ্গে আমার অনেক মিল’

By স্টার অনলাইন রিপোর্ট
19 March 2019, 10:20 AM
UPDATED 19 March 2019, 16:24 PM

ধারাবাহিক নাটক ‘জোছনাময়ী’তে দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে। নাটকটির নামভূমিকায় অভিনয় করেছেন তিনি।

অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটি আজ (১৯ মার্চ) থেকে নাগরিক টিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত হবে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, খায়রুল আনাম সবুজ, রুনা খান, প্রাণ রায় প্রমুখ।

দ্য ডেইলি স্টার অনলাইনকে ভাবনা বলেন, “বলতে গেলে ‘জোছনাময়ী’ আমার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। নাটকের জোছনাময়ী অনেক স্বাধীনচেতা একটি মেয়ে। কোথায় গিয়ে যেনো আমার সঙ্গে মিলে যায়। সেই কারণে আমি চরিত্রটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছি।”

“এই সমাজে চারপাশের জোছনাময়ীদের গল্প অনিমেষ আইচ তুলে এনেছেন তার নাটকে,” উল্লেখ করে ভাবনা বলেন, “নাটকটির একটি পর্ব দেখার পর দর্শকদের মনে আগ্রহ সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস।”