কালরাতের স্মরণে প্রাচ্যনাটের ‘লাল যাত্রা’

By স্টার অনলাইন রিপোর্ট
24 March 2019, 10:11 AM
UPDATED 26 March 2019, 14:30 PM

আগামীকাল ভয়াল ২৫ মার্চ- কালরাত- জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালী জাতির জীবনে নেমে আসে এক বিভীষিকাময় অধ্যায়। মধ্যরাতে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো তাদের পূর্ব পরিকল্পিত নীলনকশা অনুযায়ী অপারেশন সার্চলাইটের নামে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর চালায় নৃশংস হত্যাকাণ্ড।

সেই নারকীয় গণহত্যার স্মরণে নাট্য সংগঠন প্রাচ্যনাট আগামীকাল (২৫ মার্চ) বিকালে আয়োজন করবে ‘লাল যাত্রা’ শিরোনামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির মূল ভাবনা রাহুল আনন্দের।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) প্রাঙ্গণে আয়োজন করা হবে একটি পথনাটক।

এরপর, একটি লাল শাড়ির দীর্ঘ আঁচল নিয়ে নাট্য সংগঠনটির সদস্যরা যাত্রা শুরু করবেন। তারা স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে পায়ে হেঁটে যাবেন ফুলার রোড সড়কদ্বীপে অবস্থিত স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত।

পথযাত্রায় সবাই অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।