পূরবী তার ছোটবেলার বাড়িটির সামনে এসে দাঁড়ায়

By স্টার অনলাইন রিপোর্ট
26 March 2019, 04:48 AM
UPDATED 26 March 2019, 10:55 AM

পূরবী আবার ফিরে এসেছে। যুদ্ধ-পরবর্তী সময়ে পূরবীর আশ্রয় হয়েছিলো পুনর্বাসন কেন্দ্রে। জাতির জনক শেখ মুজিবুর রহমান যুদ্ধাহত সব নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়েছিলেন। রাষ্ট্র পূরবীকেও মহান এই উপাধি দিয়েছিলো, কিন্তু সমাজ?

যেখানে তার পরিবার মনে করতো তাকে ঘরে ফেরত আনলে সমাজে মুখ দেখানো যাবে না। যাকে পাগলের মতো ভালোবেসেছিলো সুভাষ- সেও মুখ ফিরিয়ে নিলো? অগত্যা পূরবী আরও এমন মানুষদের সঙ্গে পাড়ি জমিয়েছিলো বিদেশে।

অনেক বছর পর পূরবী আবার ফিরে আসে নিজ দেশে। অথচ দিনগুলো কেমন যেনো বিষণ্ণ।  পূরবী তার ছোটবেলার বাড়িটির সামনে এসে দাঁড়ায়। তার মনে অনেক প্রশ্ন। আপন মানুষগুলো কেনো তাকে এভাবে দূরে ঠেলে দিয়েছিলো?

এমন গল্প নিয়ে আজ (২৬ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘আজ পূরবীর দিন’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।

নাটকটিতে অভিনয় করেছেন- অপর্ণা ঘোষ, ওমর আয়াজ অনি, রিমি করিম প্রমুখ।