‘রাজা’ বেছে নিবেন রুনা লায়লা

By স্টার অনলাইন রিপোর্ট
18 April 2019, 10:40 AM
UPDATED 18 April 2019, 16:51 PM

বাংলাদেশকে সৃজনশীল সংগীতাঙ্গন উপহার দেওয়ার লক্ষ্যে শিশুদের মনন বিকাশে ছয়মাস আগে শিশুদের জন্য শুরু হয়েছিলো গানের উৎসব নির্ভর রিয়েলিটি শো ‘এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই গানের রাজা।

বিভিন্ন প্রক্রিয়ায় ৪০টি সফল পর্বের সম্প্রচারের পর ‘গানের রাজা’র আলো ঝলমল মহোৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। মহোৎসব অনুষ্ঠানে অতিথি বিচারকের আসনে থাকবেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর মহোৎসবের একটি পারফরমেন্সে অংশ নিবেন।

প্রতিযোগিতার প্রধান দুই বিচারক চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত কোনাল ও ইমরান। এ মহোৎসবের মাধ্যমে বাংলাদেশ খুঁজে পাবে দেশ সেরা গানের রাজা। মহোৎসবে থাকছে পূর্ণিমা, পরীমনি, এস আই টুটুল, তপন চৌধুরী, তপু, ডলি সায়ন্তনী এবং আগুনসহ জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা।

পাঁচজন শীর্ষ প্রতিযোগী অংশ নিবে এ উৎসবে। শীর্ষ প্রতিযোগীরা হলো- ফাইরুজ লাবিবা (খুলনা), মেফতাহুর জান্নাত লরা (চাঁপাইনবাবগঞ্জ), মো. শফিকুল ইসলাম (নেত্রকোনা), পনি চাকমা (রাঙামাটি) এবং সিঁথি সরকার (ময়মনসিংহ)।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার টয়া এবং শিশুশিল্পী সাহিরের উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি চ্যানেল আই-এর পর্দায় দেখতে পাবেন আগামীকাল রাত ৭টা ৩১ মিনিটে।

Young singers
শীর্ষ প্রতিযোগী ফাইরুজ লাবিবা (খুলনা), মেফতাহুর জান্নাত লরা (চাঁপাইনবাবগঞ্জ), মো. শফিকুল ইসলাম (নেত্রকোনা), পনি চাকমা (রাঙামাটি) এবং সিঁথি সরকার (ময়মনসিংহ)। ছবি: সংগৃহীত