মে দিবসের নতুন গান

By স্টার অনলাইন রিপোর্ট
1 May 2019, 05:22 AM
UPDATED 1 May 2019, 11:28 AM

কণ্ঠশিল্পী ফকির আলমগীরের মে দিবসের নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘ভালোবাসা তুমি’। গানটি লিখেছেন লিমন আহমেদ, সুর করছেন মুরাদ নূর। সংগীতায়োজনে রয়েছেন অভিজিৎ জিতু। নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছে সিডি ভিশন টিম।

ফকির আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দীর্ঘদিন পর বিশেষ দিবসে মৌলিক গান করলাম। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গান তৈরিতে গীতিকার আর সুরকারের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। গানটি করার সময় অনেক আবেগী হয়ে পড়েছিলাম। আশাকরি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

মহান মে দিবসে ‘ভালোবাসা তুমি’ গানটির ভিডিও সিডি ভিশনের ইউটিউবসহ সকল ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয়েছে।