১৫ বছর পর ক্রিকেট নিয়ে আসিফ আকবর

By স্টার অনলাইন রিপোর্ট
22 May 2019, 11:23 AM
UPDATED 22 May 2019, 17:30 PM

‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ’ শিরোনামের এ গানটি আসিফ আকবর গেয়েছিলেন দীর্ঘ ১৫ বছর আগে। গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো। ২০০৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে এই গানটি প্রকাশ করা হয়।

এবারের বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে তিনি নতুন ক্রিকেটের গানে কণ্ঠ দিয়েছেন। ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে এবার কণ্ঠ দিয়েছেন পূজা ও ঐশ্বর্য্য। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীত করেছেন এমএমপি রনি। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ঠিক ১৫ বছর আগে জাতীয় ক্রিকেট দলকে নিয়ে গান করেছিলাম। তখন দারুণ সাড়া পেয়েছিলাম গানটি নিয়ে। সামনে ক্রিকেট বিশ্বকাপ। এমনিতেই বাংলাদেশ ক্রিকেট উন্মাদনায় ভাসছে। এই গানটির কথা ও সুর নতুন মাত্রা দেবে বলে আমার বিশ্বাস।”

আগামী ২৫ মে চিয়ারআপের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।